স্টাফ রিপোর্টার, বরিশাল :- জেলার বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় খাল খনন ও রাস্তা নির্মান কর্মসূচি কাজে বাধা দেয়ায় ঘন্টাব্যাপি মানববন্ধন করেছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, এলাকার উন্নয়নে, এলাকার কৃষকদের উন্নয়নে তারা খাল চায় ও রাস্তা চায়। প্রধান মন্ত্রীর বরাদ্দকৃত খাল খনন ও রাস্তা নির্মান কর্মসূচির কাজে বাধার প্রতিবাদে গতকাল শুক্রুবার সকালে কয়েকশো’ নারী-পুরুষ ও শিশু খনন কৃত খালের পাড়ের রাস্তায় মানববন্ধন করে। জানাগেছে, জাহাপুর থেকে ইসলামপুর গ্রামের নোমর হাট পর্যন্ত ৪ কিলোমিটার খাল খনন ও সড়ক নির্মান কর্মসূচীর চলমান কাজ প্রায় সম্পন্ন হলেও বাধা প্রদানের কারনে খনন ও রাস্তা নির্মান কাজ শেষ হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, এলাকার উন্নয়নের স্বার্থে খনন কৃত খালের মাটি দ্বারা নতুন রাস্তা নির্মান করেছে সকলের জমির উপর কিন্তু স্থানীয় প্রভাবশালী মুজাম্মেল সিকদার তার জমির পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি খনন ও রাস্তা নির্মানে বাধা প্রদান করে। ফলে খাল খনন ও রাস্তা নির্মান কাজ ৯৫% সম্পন্ন হলেও ৫% কাজ বাকি রইছে মোজাম্মেল সিকদারের কারনে। এব্যাপারে শাহাবুদ্দিন সরদার বলেন, খরা মৌসুমে পানির অভাব নিরসন এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরকার পুরানো খাল খননের উদ্যোগ নিয়েছে আর সরকারের সেই কাজে বাধা প্রদান করছে তিনি। এদিকে সমাজসেবক কবি মুস্তফা হাবীব বলেন, খাল খননের পক্ষে এলাকার জনগন, এখানে বাধা দেয়ার কোন প্রশ্নই আসে না। এ বিষয়ে জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার মোঃ তারিকুল ইসলাম তারেক বলেন, আমি এলাকার উন্নয়নের জন্য এ কাজ নিয়ে আসছি। জনগনের পক্ষে আমি। ওই এলাকার জনগন উর্ধতন কর্তৃপক্ষের কাছে পূর্নাঙ্গ খালটি খনন করার সার্বিক ব্যবন্থা গ্রহনের জন্য আবেদন জানান।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান