• জুন ৮, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে চেয়ারম্যান নুর আলমের ছোবল থেকে বাঁচতে দুই অসহায় পরিবারের আকুতি। অতপর থানায় অভিযোগ।।

বরিশালে চেয়ারম্যান নুর আলমের ছোবল থেকে বাঁচতে দুই অসহায় পরিবারের আকুতি। অতপর থানায় অভিযোগ।।

বরিশালে চেয়ারম্যান নুর আলমের ছোবল থেকে বাঁচতে দুই অসহায় পরিবারের আকুতি। অতপর থানায় অভিযোগ।।

স্টাফ রিপোর্টার, বরিশাল:- জেলার বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম ও সহধর সামচুল হক বেপারীর ছোবল থেকে বাঁচতে চেয়ে বাবুগঞ্জের পাশ্ববর্তি জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর হোগলপাতিয়া গ্রামের মৃত কাজেম আলীর পুত্র নায়েব আলী ৭০ ও চরউত্তর ভুতেরদিয়া গ্রামের সামচুল হক প্যাদা- ৬০ গত ৩১ মার্চ ২০১৯ ইং তারিখ বাবুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে এমন সত্যতা পাওয়া গেছে। নায়েব আলী অভিযোগ করে বলেন দীর্ঘ দিন ধরে তার ভাইগ্না সামচুল হক ও তিনি (নায়েব আলী) সরকার কর্তৃক বন্দোবস্ত সুত্রে মালিক থাকিয়া দীর্ঘদিন যাবৎ ঐ জমি ভোগ দখল করে আসছেন। কিন্তু ইদানিং সময় দখল বাজ চেয়ারম্যান নুর আলম গং ক্ষমতার অপব্যাবহার করে তাদের জমি দখল করার পায়তারা সহ তাদেরকে খুন জখমের হুমকি অব্যহত রাখার কারনে, তাদের জীবন বাচাঁতে অবৈধ দখলদার চেয়ারম্যান নুর আলম ও সহধর সামচুল হক বেপারীর নামে বাবুগঞ্জ থানায় ভিন্ন ভিন্ন ২ টি সাধারণ ডাইরী করেন অভিযুক্ত নায়েব আলী ও তার ভাইগ্না সামচুল হক প্যাদা। যাহার নং- ১২১৫/ ১২১৬-তাং-৩১- ৩ – ১৯ইং। এই বিষয়ে সঠিক তদন্তর মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছে ভূক্তভোগী পরিবারের লোকজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *