বরিশালের আগরপুরে ওপেন হাউজ ডে ও মত বিনিময় সভা অনুষ্ঠিত।
কে এম সোহেব জুয়েল, বরিশালঃ- বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যলয়ের মাঠে ০৩ এপ্রিল ২০১৯ গতকাল বুধ বার বিকাল পাঁচ ঘটিকায় ঐ ইউনিয়নের গন্য মান্য ব্যক্তি বর্গ নিয়ে ওপেন হাউজ ডে ও মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে আয়োজিত জনতার সম্মুখে মাদক, জঙ্গী, ইভটিজিং ও বাল্য বিবাহ সহ সকল ধরনের অপরাধ মুলক কর্মকান্ড সম্পকিত মুল্যবান বক্তব্য দেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: নাইমুল ইসলাম। এ সময় উপস্হিত ছিলেন বাকেরগঞ্জ সার্কেলের জনাব মো : আনোয়ার হোসেন, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু দিবাকর চন্দ্র দাস, থানা তদন্ত কর্মকর্তা আ: রহমান, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রধান মো : মহাসিন, এস. আই. আফজাল, এ. এস. আই ফোরকান, এ. এস. আই সুমন।
উপস্হিতিদের মধ্য মুল্যবান বক্তব্য রাখেন জনাব মো : ইউসুফ খান, সভাপতি, জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামীলীগ, মো : সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মো: ছানা উল হক মিঞা, বাবু উপেন মন্ডল, সাংবাদিক তানবির মিঞা, কে এম সোয়েব জুয়েল, মো: হিমু প্রমুখ।