• জুন ৮, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

আগরপুর পরীক্ষা কেন্দ্রে এইচ এস সি পরীক্ষার একদিন অতিবাহিত

আগরপুর পরীক্ষা কেন্দ্রে এইচ এস সি পরীক্ষার একদিন অতিবাহিত

স্টাফ রিপোর্টার:- জেলার বাবুগঞ্জ উপজেলার শেষ প্রান্তের জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর পরীক্ষা কেন্দ্রে একদিন অতিবাহিত হলো এইচ এস সি পরীক্ষা। গতকাল সোমবার আগরপুর ডিগ্রি কলেজ ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এ দুই কলেজে থেকে ৪২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২২ জন পরীক্ষার্থী বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ গ্রহন করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শক উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন বলেন, সরকারের নির্দেশনা অনুসারে এ কেন্দ্রের প্রতিটি পরীক্ষা নকল মুক্ত পরিবেশে আজকের প্রথম দিনের মতো চলবে। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ এবায়েদুল হক শাহীন বলেন আগরপুরে এ পরীক্ষা কেন্দ্রে পূর্বের পরীক্ষা গুলোর মতো সুন্দর পরিবেশে প্রতিটি পরীক্ষা চলবে।

পরীক্ষা দেখতে আসা কয়েকজন অভিবাবকদের সাথে আলাপ করলে তারা সুষ্ঠ ও সুন্দর পরিবেশ দেখে শিক্ষক ও প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং এভাবে পরবর্তী সকল পরীক্ষা নকলমুক্তভাবে সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধির নিকট দাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *