আগরপুর খাল থেকে অজ্ঞাত কন্যা শিশুর লাশ উদ্বার
স্টাফ রিপোর্টার:- জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর খাল থেকে ভাসমান অজ্ঞাত একটি নবজাতক কন্যা শিশুর লাস উদ্ধার করেছে আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। গতকাল মঙ্গলবার আগরপুর উপস্বাস্হ্য কেন্দ্রের সম্মুখের খাল দিয়ে সন্ধ্যা নদীর দিকে নবজাতক কন্যা শিশুর লাশ ভেসে যেতে দেখলে তাৎক্ষণিক আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জানান স্থানীয় লোকজন। স্হানিয়দের সহয়তায় কন্যা নবজাতকের পঁচা গলিত লাশ উদ্ধার ও সুরতহালের কাজ শেষ করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যান আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই নসির।