• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা।

মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা।
মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা।
মিজানুর রহমানঃ মঠবাড়িয়া// উপজেলা নির্বাচন কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জনি তালুকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জনি তালুকদার গুলিশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তার বাড়ি একই এলাকায়।
মঠবাড়িয়া থানার ওসি শওকত আনোয়ারুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে জনি তালুকদার বাড়ি থেকে বের হলে কয়েকজন
দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে জনি তালুকদারকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম)স্থানান্তর করা হয়।
সেখানে নেয়ার পথে জনি তালুকদারের মৃত্যু হয়। নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।
উপজেলা নির্বাচন নিয়ে মঠবাড়িয়া আওয়ামী লীগের প্রার্থী হোসাইন মোশাররফ সাকু ও বিদ্রোহী প্রার্থীর রিয়াজউদ্দিনের (আনারস) বিরোধ চলছিল। এরই জের রে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *