বরিশালে রাশেদ খান মেননকে সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন এমপি’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক শফিকুল আলম করিম খান ও উজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাকিল মাহামুদ আউয়াল খানের পিতা সমাজ সেবক মরহুম ওয়াজেদ আলী খানের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। শুক্রবার রাতে মরহুমের মুন্ডপাশা গ্রামের নিজবাড়িতে দোয়া-মিলাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাশেদ খান মেনন এমপি। ওই অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্যরা রাশেদ খান মেননকে সম্মাননা স্মারক প্রদান করেছেন। এসময় ওয়াকার্স পার্টির জেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।