• জুন ৮, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে পাঁচ উপজেলার সাংবাদিকদের মানববন্ধন

বরিশালে পাঁচ উপজেলার সাংবাদিকদের মানববন্ধন

বরিশালে পাঁচ উপজেলার সাংবাদিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক।। বরিশালের সিনিয়র সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও যরযন্ত্রমূলক মামলায় আদালতে চার্জশিট দাখিলের প্রতিবাদে সোমবার সকালে উজিরপুর রিপোটার্স ইউনিটির উদ্যোগে বরিশালের উজিরপুর, বাবুগঞ্জ, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় কর্মরত স্থানীয়, জাতীয় পত্রিকা ও বেমরকারী টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকরা ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর ইচলাদি বাসষ্টান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবশে করেছে। বক্তারা অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যহারের দাবি জানান নতুবা পরবর্তি কঠোর কর্মসূচী গ্রহনের ঘোষনা দেন। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টায় পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর ইচলাদি বাসষ্টান্ডে মানববন্ধন কর্মসূচীসূচীতে উজিরপুর প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, বাবুগঞ্জ প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, বিমানবন্দর থানা প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, গৌরনদী উপজেলা প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটির কর্মকর্তা, সদস্যসহ উপজেলায় কর্মরত স্থানীয় ও জাতীয় পত্রিকা ও বেসরকারী টিভি চ্যানেলের সাংবাদিকরা অংশ নেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা কর্মসূচীর প্রতি একাত্মতা ঘোষনা করেন। উজিরপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মো. জহির খানের সভাপতিত্বে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, জনকণ্ঠের ষ্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, বাবুগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, প্রচার সম্পাদক অরিফ ইসলাম, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি মহসীন মিয়া, সাবেক সম্পাদক সাকিল মাহমুদ আউয়াল, বিমান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি আরিফ আহম্মেদ, সাধারন সম্পাদক রোকনুজ্জামান, আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটির সভাপতি মো. সাইফুল মৃধা, গৌরনদী রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি পলাশ তালুকদার, সাবেক সভাপতি মো. খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক রাজীব হোসেন খান, উজিরপুর রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সরদার সোহোল, যুগ্ম সম্পাদক লস্কর মোঃ আলমগীর, কোষাধ্যক্ষ সরদার মাইনুল, ক্রীড়া সম্পাদক রাসেল আহম্মেদ, জাতীয় সাংবাদিক সংস্থার গৌরনদী উপজেলা সাধারন সম্পাদক শামীম মীর, সাংবাদিক আল আমিন, মোল্লা ফারুক হাসান, জামিল মাহমুদ, মো. হাসান প্রমূখ। প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহির অভিযোগ করে বলেন, বরিশালের গৌরনদী উপজেলা কমিটির এক ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য কর্তৃক এক স্কুল ছাত্রী ধর্ষন ও ধর্ষিতার পরিবারকে হুমকি দিয়ে আটকে রাখার খবর এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সর্বত্র আলোচিত হয়। ছাত্রলীগ নেতার প্রতিপক্ষ লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। আমি সত্যতা যাচাই করতে ২৯ জুন ভিকটিমের বাড়িতে যাই। ভিকটিম ও তার পরিবার ঘটনার সত্যতা স্বীকার না করায় আমি কোন সংবাদ প্রকাশ করি নাই। যারা ফেইসবুক ও পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে বাদি মামলায় তাদের আসামি করে নাই। আমাকে হয়রানী করতে মিথ্যা মামলা দায়ের করেছে। উল্লেখ্য গৌরনদীর ক্ষমতাসীন এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হলে ওই নেতা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ এক নেতার স্ত্রীকে দিয়ে জহুরুল ইসলাম জহিরের বিরুদ্ধে মিথ্যা শ্লীলতাহানি ও মানহানির মামলা করেন। পুলিশ আদালতে মামলার চার্জশিট জমা দিলে গত ১৪ ফেব্রæয়ারি আদালত তা গ্রহন করেন। চার্জশিট দেয়ার পর থেকে বরিশালের বিভিন্ন উপজেলার সাংবাদিকরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচী পালন করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *