বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী পরিবার
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের ব্যবসায়ী সুকেন বাড়ৈর পরিবার অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব খুঁইয়েছেন। রাতের খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্যখাইয়ে ওই পরিবারের চারজনকে অজ্ঞান করে ঘরের মালামাল লুটে নিয়েছে অজ্ঞানপাটির সদস্যরা। শনিবার সকালে মুমূর্ষ অবস্থায় ওই পরিবারের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতের খাবারের সাথে কৌশলে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে অজ্ঞান পার্টির সদস্যরা। ওই খাবার খেয়ে সুকেন বাড়ৈ (৪৫), তার স্ত্রী বিউটি বাড়ৈ (৩০), কন্যা সুমা বাড়ৈ (১৭) ও রতœ বাড়ৈ (১২) অজ্ঞান হয়ে পরে। পরে সুযোগ বুঝে অজ্ঞানপার্টির সদস্যরা ঘরে ঢুকে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।