বরিশালে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আসলাম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ক্ষিতিশ চন্দ্র পাল। প্রধানশিক্ষক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম শিকদার, ইউপি সদস্য বীরেন চন্দ্র শিকদার, যুবলীগ নেতা রেমন তালুকদার কালু প্রমুখ। শেষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
