বরিশালে খালের ওপর নির্মিতঅবৈধ স্থাপনা অপসারন
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সরকারী খালের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারন করা হয়েছে। একইসাথে অবৈধ দখলদারকে আগামী এক সপ্তাহের মধ্যে খালের মধ্যে নির্মিত পাকা পিলার ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার সাকোকাঠী মিশুকস্ট্যান্ড সংলগ্ন সরকারী খালের।
উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো মিজানুর রহমান জানান, সরকারী খালের জমি দখল করে অবৈধভাবে পাকা ইমারাত তৈরী করছিলেন সাকোকাঠী গ্রামের দিলীপ কুমার দাস ওরফে দুখী রাম। দখলকারী ব্যক্তি বুধবার লোকজন নিয়ে খালের মধ্যে নির্মিত পাকা পিলারের ওপর মেঝের ঢালাইয়ের কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে গৌরনদীর উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের নির্দেশে বৃহস্পতিবার সকালে তিনিসহ অন্যান্য কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে নির্মানাধীন ভবনের কাঠ ও রড খুলে ফেলে অবৈধ স্থাপনা অপসারন করেন। একইসাথে অবৈধ দখলদারকে আগামী এক সপ্তাহের মধ্যে স্থাপনা অপসারনের নির্দেশ প্রদান করা হয়।
