আগৈলঝাড়ায় ট্রাকের ধাক্কায় ঔষধ কোম্পানীর প্রতিনিধি আহত
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকের ধাক্কায় ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি আহত। চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আহত, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে বরিশালগামী পিঁয়াজ বোঝাই একটি ট্রাক পয়সারহাট অতিক্রমকালে মোটরসাইকেল আরোহী জাহিদ তালুকদারকে পিছনের দিক দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে জাহিদের হাত ভেঙ্গে গুরুতর আহত হয়। ফরিদপুরের শাহজাহান তালুকদারের ছেলে জাহিদ এ্যারিস্টোফার্মা ঔষধ কোম্পানীর গৌরনদী উপজেলা বিক্রয় প্রতিনিধি। মোটরসাইকেল যোগে জাহিদ বাড়ি যাচ্ছিলেন। স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত জাহিদকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে। এসময় ট্রাক ফেলে চালক যেতে সক্ষম হলেও হেলপার ও পিঁয়াজ বোঝাই ট্রাকটি আটকে রাখে স্থানীয় লোকজন। খবর পেয়ে এসআই নাসির ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি স্থানীয়দের জিম্মায় রেখে হেলপারকে থানায় নিয়ে আসেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।
