স্টাফ রিপোর্টার, বরিশাল। জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন প্রত্যন্ত শাহাজিরা গ্রামের মামলাবাজ ও ভূমিদস্যু হাকিম হাওলাদারের হাত থেকে রক্ষায় মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে গ্রামবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার বাটাজোড়-সরিকল সড়কের শাহাজিরা পাকাসড়কের উপর ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ঝাড়ু মিছিল করেন গ্রামবাসীরা। বক্তব্য রাখেন ভুক্তভোগী পলাশ খলিফা, কামরুল ইসলাম অাব্বাস হাং,মোসাঃ শাহিনুর বেগম,রুহুল অামিন হাং,ইমাম হোসেন, মোসাঃ নুপুর বেগমসহ একাধিক গ্রামবাসী। এসময় বক্তারা বলেন, শাহাজিরা গ্রামের পৈত্রিক ও ওয়ারিশের সম্পত্তিতে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন তারা। অতি সম্প্রতি জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে একই গ্রামের মৃত হাতেম আলী হাওলাদারের পুত্র হাকিম হাওলাদারের। বক্তারা আরও বলেন, তাদের সম্পত্তি দখলে নেওয়ার জন্য হাকিম হাওলাদার গত ফেব্রুয়ারি মাসে গৌরনদী মডেল থানায় বোমা বিস্ফোরনের মিথ্যা অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ তদন্ত করে বোমা বিস্ফোরনের কোন আলামত না পাওয়ায় সেসময় থানায় মামলা নেয়নি। তারপর ও বিষয়টি নিয়ে আদালতে মামলা করে তাদের হয়রানি করে আসছে হাকিম হাওলাদার। সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, হাকিম হাওলাদারের বাড়ীতে বোমা বিস্ফোরনের ঘটনা তদন্ত করতে গিয়ে বোমা বিস্ফোরনের কোন আলামত পাওয়া যায়নি। গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ডেপুটি কমান্ডার ও সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা জানান, হাকিম হাওলাদার একজন ভূমিদস্যু ও মামলাবাজ প্রকৃতি লোক। অন্যের উপর অত্যাচার নির্যাতন করাই তার কাজ। স্থানীয়ভাবে কোন মীমাংসাই সে মানেনা। সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মোল্লা জানান, হাকিম হাওলাদারের নেশা ও পেশাই হলো জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি করা। বেশ কিছুদিন পূর্বে কে বা কারা হাকিমের বাড়ীতে বোমা ফাটায়। এনিয়ে তিনি (হাকিম) নিরীহ দিনমজুর গ্রামবাসীকে হয়রানি করে আসছে। তিনি আরও জানান, জমিজমা সংক্রান্ত কোন বিরোধ নিয়ে উভয়পক্ষ গ্রাম আদালতে অভিযোগ দিলে বিষয়টি মীমাংসা করে দেওয়া হবে।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান