• মার্চ ২৮, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

বরিশালে ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

বরিশালে ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর কাউনিয়া থানার চড়বাড়িয়া ইউনিয়নের লামচড়ি এলাকায় অভিযান চালিয়ে শাওন (২২) নামের এক যুবককে তিনশ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাওনের সহযোগি উত্তর লামচড়ি এলাকার রাসেল পালিয়ে যায়। আটক শাওন চরবাড়িয়া এলাকার লাল মিয়া বেপারীর পুত্র।
সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উত্তর লামচড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ২০ পিস ইয়াবাসহ শাওনকে আটক করা হয়। পাশাপাশি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় শাওনের সহযোগি রাসেল নীল রংয়ের একটি প্যাকেট ফেলে যায়। ওই প্যাকেটের মধ্যথেকে আরও ২৮০ পিস ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *