• মার্চ ২৬, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে বরিশালে র‌্যালী, আলোচনা সভা এবং মহড়া প্রদর্শন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১০মার্চ) সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল চত্ত্বরে গিয়ে শেষ হয়।

এরপর জিলা স্কুল চত্ত্বরে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এখানে বিশেষ অতিথি ছিলেন- মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারন সাঈদ। সভা চলাকালীন স্কুল চত্বরের একটি কক্ষে অগ্নিসংযোগ করে ভবনে আগুন লাগলে বাসিন্দারা কিভাবে কত দ্রুত জীবন রক্ষা করতে পারে, সে বিষয়ে প্রকাশ্য এয়ার জাম্পিং শিট, রুফ ফ্লাইডিং এবং ব্রিডিং মহড়া চালায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *