গৌরনদী শরিকলে তাফসিরুল কুরআন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
গৌরনদী প্রতিনিধি: গৌরনদী উপজেলার শরিকল সাকোকাঠি মিশুক ষ্ট্যান্ড জামে মসজিদ কর্তৃক আয়োজিত ও এলাকাবাসীর উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিকি তাফসিরুল কুরআন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব খন্দকার শাহে আলম (মঞ্জুর ) সভাপতিত্বে মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র গৌরনদী পৌরসভা ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক হারিছুর রহমান হারিছ। প্রধান বক্তা ছিলেন সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. মো: ফায়জুল হক। বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা সৈয়দ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শরিকল ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, শরিকল ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, ইউপি সদস্য আফজাল হোসেন মোল্লা, ফারুক হোসেন সরদার প্রমূখ। মাহফিল শেষে দোয়া ও আখেরী মোনাজাতে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া পরিচালনা করেন সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. মো: ফায়জুল হক।