আন্তর্জাতিক নারী দিবসে আগৈলঝাড়ায় নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের সভাপতিত্বে নারী নেত্রী, এনজিও কর্মী ও শিক্ষার্থীদের সমন্বয়ে আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ে মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত নারী উন্নয়ন মেলায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেনিয়াবাত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসিডিআই ভোকা এর প্রতিনিধি মো. আব্দুর ছালাম বিশ্বাস, দি হাঙ্গার প্রজক্টের উপজেলা সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম লিটন প্রমুখ। পরে নেতৃবৃন্দ নারী উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
