• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিভাগীয় সম্মেলন

বরিশালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিভাগীয় সম্মেলন

বরিশালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিভাগীয় সম্মেলন
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ “শেখ হাসিনার উপহার-একটি বাড়ি একটি খামার, বদলাবে দিন তোমার আমার” শ্লোগানকে সামনে রেখে বিভাগীয় শহর বরিশালে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় মঙ্গলবার সকালে বিভাগীয় সম্মেলনের উদ্বোধণ করা হয়েছে।
সকাল ১০টায় জেলা প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আকবর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নজির আহমদ, বিভাগীয় কো-অডিনেটর তানিয়া আক্তার প্রমুখ। সম্মেলনে বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, বরগুনা ও পিরোজপুর জেলার ২৮ উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের কাজে কর্মরত চার শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *