বরিশালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিভাগীয় সম্মেলন
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ “শেখ হাসিনার উপহার-একটি বাড়ি একটি খামার, বদলাবে দিন তোমার আমার” শ্লোগানকে সামনে রেখে বিভাগীয় শহর বরিশালে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় মঙ্গলবার সকালে বিভাগীয় সম্মেলনের উদ্বোধণ করা হয়েছে।
সকাল ১০টায় জেলা প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আকবর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নজির আহমদ, বিভাগীয় কো-অডিনেটর তানিয়া আক্তার প্রমুখ। সম্মেলনে বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, বরগুনা ও পিরোজপুর জেলার ২৮ উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের কাজে কর্মরত চার শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহন করেন।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান