বাবুগঞ্জ-মুলাদীতে আসছে আজ সাংসদ গোলাম কিবরিয়া টিপু
রফিকুল ইসলাম রনি, বরিশাল :- আজ বাবুগঞ্জ মুলাদীতে আসছে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদিতে জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু। বাবুগঞ্জ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি ।
এদিকে বাবুগঞ্জ ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে গণসংবর্ধনা প্রদান করা হবে। এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও মহাজোটের প্রার্থীদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু দ্বিতীয় বার এমপি নিবার্চিত হয়।
এ ছাড়াও বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় ভাবে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মুকিতুর রহমান কিসলুকে বিজয়ী করার লক্ষে জাতীয় পার্টির নেতা কর্মীর সাথে এক আলোচনা সভায় অংশ গ্রহন করবেন তিনি।