নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নগরীর নাজিরের পোলের উত্তর পাশের ঢালে সোমবার রাতে ট্রাক চাঁপায় তুলসি হালদার (৫৫) নামের এক ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটিসহ চালককে গ্রেফতার করেছে। নিহত তুলসি হালদার কাউনিয়া প্রধান সড়ক লাগোয়া বেনি সিং হাউজিং এর বাসিন্দা শ্রীনাথ হালদারের পুত্র। নাজিরের পোলের পাশে তার মালিকানাধীন ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অপরদিকে আটক ট্রাক চালক তাইজুল ইসলাম বিমানবন্দর থানাধীন ছাথিয়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র।
কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, তুলসি হালদার তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়েছিলেন। আকস্মিকভাবে একটি পণ্যবাহি ট্রাক বেপরোয়াগতিতে ছুটে এসে তাকে পেছন থেকে চাঁপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তুলসি হালদারকে মৃত বলে ঘোষণা করেন।
