• মার্চ ২৭, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

উপজেলা নির্বাচন বরিশালে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা

উপজেলা নির্বাচন বরিশালে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা

উপজেলা নির্বাচন বরিশালে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বরিশাল জেলার নয়টি উপজেলার রিটার্নিং অফিসারদের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা নির্বাচনের প্রার্থীরা। মঙ্গলবার মনোনয়নরপত্র জমাদানের শেষদিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বরিশালের চারটি উপজেলায় জেলার সিনিয়র নির্বাচন অফিসারকে রিটানির্ং অফিসার আর সদরসহ পাঁচটি উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসকে রিটানির্ং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে। জেলা প্রসাশকের কার্যালয়ে সদর উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এই উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গৌরনদীতে দলীয় মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় পৌর মেয়র হারিছুর রহমানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওই উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী জিনিয়া আফরোজ হেলেন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগৈলঝাড়া উপজেলায় দলীয় মনোনীত প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত, বাকেরগঞ্জ উপজেলায় মোহাম্মদ শামসুল আলম, বাবুগঞ্জ উপজেলায় কাজী ইমদাদুল হক, বানারীপাড়া উপজেলায় গোলাম ফারুক, উজিরপুর উপজেলায় আব্দুল মজিদ সিকদার বাচ্চু, মুলাদী উপজেলায় তারিকুল হাসান খান মিঠু, হিজলা উপজেলায় সুলতান মাহমুদ তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গৌরনদী উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমাদান শেষে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। তিনি অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামী ২৪ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের জেলার নয়টি উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মনোয়নপত্র দাখিলের শেষদিন ছিলো ২৬ ফেব্রæয়ারী। এখানে প্রার্থীতা বাছাই ২৮ ফেব্রæয়ারী, প্রার্থীতা প্রত্যাহার ৬ মার্চ, ৭ মার্চ প্রতীক বরাদ্দের পর আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *