• এপ্রিল ১, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

ফুটবলের একজন ‘কার্ড বাবা’

ফুটবলের একজন ‘কার্ড বাবা’

জিরানোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ইতিহাস সবসময় একটু ভিন্ন। সর্বশেষ দুই ম্যাচে ঘরের মাঠেই জিরানোর বিপক্ষে হেরেছে রিয়াল। কিন্তু এই হারের দিনেও নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় একজন। তিনি হলেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস দ্য ‘কার্ড বাবা’! অনেকে ভ্রু কুচকে বলতে পারেন ‘কার্ড বাবা’ এই শব্দটি তো কখনো স্পানিশ ও রিয়াল তারকার সাথে এর আগে কখনো দেখিনি! জি¦ হ্যাঁ, এটি এর আগে কেউই দেখিনি আমরা। কিন্তু লা লিগায় জিরানোর বিপক্ষে ম্যাচের ৬৩ মিনিটে প্রথম হলুদ কার্ড এবং ৯০ মিনিটি দ্বিতীয় হলুদ কার্ড মিলিয়ে তার ক্যারিয়ারে যোগ হয় ২৫টি লাল কার্ড খাওয়ার রেকর্ড। যা কি-না কোনো ফুটবল খেলোয়াড়ের হয়ে সর্বোচ্চ। আর লা লিগায় ২০তম লাল কার্ড।

ফুটবলের একজন ‘কার্ড বাবা’ রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস

নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়ার সুবাধে ফুটবলেপ্রেমীরা আর স্থির থাকতে পারেননি, রামোসের নামের সাথে বাড়তি যোগ করে ব্যবহার করছেন ‘কার্ড বাবা’। যা একত্রে করলে দাঁড়ায় সার্জিও রামোস দ্য কার্ড বাবা। ভক্তকূলের এমন উপাধি ভাইরাল হয়ে মাতিয়ে রাখছে সামাজিক গণমাধ্যম ও ফুটবল অঙ্গনকেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *