• মার্চ ২৭, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আরিফুর রহমান সুমন।। জমকালো আয়োজনে বরিশালে পালিত হলো জাতীয় সাংবাদিক সংস্থা’র ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১২ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্তরে কেক কাটা হয়। এরপর প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। পরে বরিশালের আকর্ষনীয় পিকনিকট স্পট ‘নিসর্গ’ তে মধ্যাহ্ন ভোজ, মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান, র‌্যাফেল ড্র সহ নানান কর্মসূচী পালিত হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, জোনাল সেটেলমেন্ট অফিসার আহসান হাবীব, নির্বাহী মেজিষ্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী, রবীন শীষ, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সেক্রেটারী খলিলুর রহমান, দৈনিক আজকের পরিবর্তন’র প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় সহ-সভাপতি শাহজাহান মোল্লা, বরিশাল বিভাগীয় সভাপতি বীরেন্দ্র নাথ সমদ্দার, সদস্য সচিব কাজী আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বরিশাল জেলা সেক্রেটারী আরিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় জনকল্যাণ সচিব মোঃ মামুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন বরিশাল জেলা সভাপতি এম.আর প্রিন্স। বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জন্মদিনের কেক উপহার দেওয়া হয়। তাছাড়া নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। এদিকে সঙ্গিতানুষ্ঠানে গান পরিবেশন করেন শিবলু ও তার দল। তাছাড়া বিএমপিতে কর্মরত মোঃ ওবায়দুল হকের স্ত্রী অসাধারণ নৈপুণ্যে গান পরিবেশন করেন। আগামী দিনে সাংবাদিকদের কল্যানে, প্রশিক্ষণ দানে, বিপদ আপদে সকল সদস্যরা ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *