• মার্চ ২৮, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

কম বয়সী শিশুদের কাছে তামাক পণ্য বিক্রি না করার আহবান

কম বয়সী শিশুদের কাছে তামাক পণ্য বিক্রি না করার আহবান

কম বয়সী শিশুদের কাছে তামাক পণ্য বিক্রি না করার আহবান

নিজস্ব প্রতিনিধি, বরিশাল :- তামাক নিয়ন্ত্রণ আইনে ১৮ বছরের কম বয়সী শিশুদের কাছে বিড়ি, সিগারেটসহ সকল ধরণের তামাকজাত পণ্য বিক্রির নিষেধাজ্ঞা থাকলেও বরিশালে তা মানা হচ্ছেনা। দোকানীরা আইনের প্রতি তোয়াক্কা না করে হরহামেশাই স্কুল-কলেজের উঠতি বয়সী শিক্ষার্থীদের কাছে সিগারেটসহ বিভিন্ন তামাক পণ্য বিক্রি করছেন।
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের গঠিত টাস্কফোর্সের নিস্কিয়তার কারণেই এমনটি হচ্ছে বলে মনে করছেন তামাক বিরোধী সংগঠন ‘টার্গেট পিপলস্ ফর অর্গানাইজেশন’ টিপিডিও’র নির্বাহী পরিচালক সাংবাদিক মোহাম্মদ আলী বাবু। মঙ্গলবার সকাল দশটায় সংগঠনের জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সৌজন্যে অনুষ্ঠিত সভায় মোহাম্মদ আলী বাবু বলেন, তামাক কোম্পানীগুলো নানা কৌশলে আইনের অমান্য করে তাদের পণ্যের প্রচার অব্যাহত রেখেছে। অনেক পাবলিক প্লেসে এখন প্রকাশ্যে ধুমপানের প্রবণতা বেড়েছে। এসব প্রতিরোধে টাস্কফোর্সের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য তিনি অনুরোধ করেন। সভায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করার জন্য তিনি (মোহাম্মদ আলী বাবু) জোর দাবি করেন। একইসাথে কমবয়সী শিশু ও তরুনদের কাছে বিড়ি, সিগারেটসহ সকল ধরনের তামাকজাত পণ্য বিক্রি না করার জন্য বিক্রেতাদের প্রতি আহবান করেন।
অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক বদরুজ্জামান খান সবুজ, সাংবাদিক মণীষ চন্দ্র বিশ্বাস, এইচএম মাকসুদ আলী সুমন, মোল্লা ফারুক হাসান, জামিল মাহমুদ, এসএম মিজান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *