• জুন ৮, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে কারিগরি শিক্ষকদের মানববন্ধন

বরিশালে কারিগরি শিক্ষকদের মানববন্ধন

বরিশালে কারিগরি শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল :- মূল বেতনের ১০ শতাংশ কর্তনের প্রতিবাদে বরিশাল ভোকেশনাল শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বেলা এগারটায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন শেষে সংগঠনের জেলা সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যফ্রন্টের বিভাগীয় আহŸায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, যুগ্ম আহŸায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন, কারিগরি শিক্ষক সমিতির বিভাগীয় সভাপতি শওকত আলী মিয়া ও সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এসময় বক্তারা বলেন, কারিগরি শিক্ষকদের মূল বেতন থেকে অবসর এবং কল্যান তহবিলে ছয় ভাগ করে কর্তন করা হতো। তবে জানুয়ারী মাসের বেতন থেকে অতিরিক্ত আরও চার ভাগসহ মূল বেতন থেকে ১০ ভাগ কর্তন করা হচ্ছে। অথচ সাধারণ শিক্ষকদের আগের মতোই মূল বেতনের ছয় ভাগ কর্তন করা হচ্ছে। তাই কারিগরি শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত অর্থ কর্তনের সিদ্ধান্ত পূনঃবিবেচনার দাবী জানানো হয়। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর দাবী সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *