• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

আগৈলঝাড়ায় গভীর রাতে খালের সেই বাঁধটি কেটে দিয়েছে বিক্ষুব্ধ কৃষকেরা

আগৈলঝাড়ায় গভীর রাতে খালের সেই বাঁধটি কেটে দিয়েছে বিক্ষুব্ধ কৃষকেরা

আগৈলঝাড়ায় গভীর রাতে খালের সেই বাঁধটি কেটে দিয়েছে বিক্ষুব্ধ কৃষকেরা
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় খালের মধ্যে দেয়া সেই বাঁধটি কেটে দিয়েছে বিক্ষুব্ধ কৃষকেরা। উপজেলার প্রধান এ খালটিতে বাঁধ দেওয়ায় চলতি বোরো মৌসুমে ব্লকে পানি অভাবে প্রায় ৩ হাজার একর জমিতে সময়মত ধান রোপন করতে পারেনি তারা। সামান্য পানি পেয়ে যারা জমিতে ধানের বীজ রোপন করেছিল তারা পানি না পাওয়ায় ওই সকল জমির বীজ ধানের চারা শুকিয়ে মারা যাচ্ছে বলে জানিয়েছে শতাধিক কৃষক। এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার প্রধান খালের মুখে দেয়া বাঁধ তিনটি পুরোপুরি অপসারণের দাবি জানিয়ে উপজেলা সদরে বিভিন্ন এলাকার শত শত কৃষক বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস তাৎক্ষণিক স্থানীয় কৃষক, বরিশাল সওজ কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে কৃষকদেরকে বাঁধ অপসারণের আশ্বাস দিলেও কবে বা কখন বাঁধগুলো অপসারণ করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার গভীর রাত্রে শতাধিক বিক্ষুব্ধ কৃষকেরা উপজেলার কান্দিরপাড় নামক স্থানের বরিশালের সড়ক ও জনপথ বিভাগের সড়ক উন্নয়ন ও ব্রিজ নির্মাণ কাজের জন্য দেয়া সেই বাঁধটি কেটে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *