• মে ৩০, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

আগৈলঝাড়ায় আদালতের নির্দেশে বন্ধের পরেও সেই দু:স্থ মানবতার হাসপাতালে রাতেই অপারেশন! তিন সদস্যের তদন্ত কমিটি গঠন ও কার্যক্রম বন্ধের নোটিশ প্রদান

আগৈলঝাড়ায় আদালতের নির্দেশে বন্ধের পরেও  সেই দু:স্থ মানবতার হাসপাতালে রাতেই অপারেশন! তিন সদস্যের তদন্ত কমিটি গঠন ও কার্যক্রম বন্ধের নোটিশ প্রদান

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় যথাযথ কাগজপত্র না থাকা, নিয়ম অনুযায়ি চিকিৎসক, নার্স না থাকা ও অপচিকিৎসায় সম্প্রতি প্রসূতির মৃত্যুসহ বিভিন্ন অনিয়মের কারণে গত বুধবার ভ্রাম্যমান আদালতের অভিযানে সকল কার্যক্রম বন্ধ করে দেয়া সেই দু:স্থ মানবতার হাসপাতাল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই রাতেই আবার একাধিক রোগীর সিজারিয়ান অপারেশ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ভ্রাম্যমান আদালতের নির্দেশ অমান্য করে সরকারী হাসাপাতালে রোগী রেফার না করে তাদের হাসপাতালেই চালিয়ে যাচ্ছেন রোগীদের চিকিৎসা প্রদান।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মনিরুল ইসলাম জানান, হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য বৃহস্পতিবার তার অফিসের দেয়া নোটিশ গ্রহণ করেছেন ওই হাসপাতালের পরিচালক ডা. হিরন্ময় হালদার। ইউএনও’র নির্দেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মনিরুল ইসলামকে প্রধান করে গঠিত হয়েছে তিন সদস্যর তদন্ত কমিটি। তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন ডেন্টাল সার্জন ডা. মনন কুমার দে ও স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার।
তদন্ত কমিটি প্রধান ডা. একেএম মনিরুল ইসলাম জানান, তাদের দেয়া কাগজপত্র পর্যালোচনা করে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবেন। ওই রিপোর্টের সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেবেন ইউএনও।
ম্যাজিস্ট্রেট কর্তৃক হাসপাতাল বন্ধ ঘোষণার নির্দেশের পরে আবার তদন্ত কমিটি গঠন ও সরকারী চিঠি চালাচালির বিষয়টিকে খুব একটা ভালভাবে দেখছেন না স্থানীয় সচেতন লোকজন। নাম না প্রকাশের শর্তে একাধিক ব্যক্তি জানান, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস হাসপাতালে অভিযানের সময় জনসমক্ষে বলেছিলেন, হাসপাতাল বন্ধ করা হলো। রোগী সরকারী হাসপাতালে প্রেরণ করা হোক। তার ওই নির্দেশের পরে বুধবার রাতেই কিভাবে ওই হাসপাতালে সিজার করার মতো সাহস দেখায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের প্রশ্ন- দু:স্থ মানবতার হাসপাতালের খুঁটির জোর কোথায়? সাধারণ জনগণ তদন্ত রিপোর্টে কি আসবে তা নিয়েও বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, ৩১ জানুয়ারি বাহাদুরপুর গ্রামের সুভাষ গাইনের বাড়িতে আশ্রিত পলি নামের এক রোগীর সিজারের সময় ‘এনেস্থাপিক ফেইলর’ এর কারণে মৃত্যুর খবর স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র নজরে পরে। এমপি’র নির্দেশে তাৎক্ষণিক ওই হাসপাতালে গত ৬ জানুয়ারি ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস ওই হাসপাতালে অভিযান চালান। অভিযানে বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার কোন বৈধ কাগজপত্র ও ১০ শয্যায় ওই হাসপাতালের জনবল কাঠামো দেখতে পায়নি আদালত। ওই হাসপাতালে এর আগে এক রোগীকে এনেস্থেশিয়া না দিয়ে হাত পা বেঁধে মুখে স্কচটেপ দিয়ে অপারেশন করা, প্রবাসীর স্ত্রী অন্য এক প্রসূতির রক্তের গ্রুপ ভুল নির্ণয় করাসহ যে টেস্ট তাদের ডায়াগনস্টিক সেন্টারে হয়না এমন টেস্ট (এইচআইভি) না করেও মনগড়া রিপোর্ট দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার ব্যাপক অভিযোগ রয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, আদালতের নির্দেশ অমান্য করে তাদের হাসপাতালে রোগী রাখা ও অপারেশন করার খবর পেয়ে তিনি ওই হাসপাতালের পরিচালক ডা. হিরন্ময় হালদারকে আদালতের নির্দেশ পালন করতে কঠোরতা অবলম্বন করায় বুধবার বিকেল পাঁচটা থেকে অভিযুক্ত হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
অথচ হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি হাসপাতালে কোন রোগী রেফার না করে ওই রাতেই সিজারিয়ান অপারেশন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *