অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : চলতি ইরি-বোরো মৌসুমে পানি সেচ সংকটের কারণে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ইরি ব্ল¬কের কমপক্ষে ২শ’ ৫০ একর জমির চাষাবাদ বন্ধ রয়েছে। ফলে ওই সকল ব¬কের জমির মালিক ও চাষিরা তাদের পরিবারের খাদ্য যোগান নিয়ে চরমভাবে উদ্বিগ্ন হয়ে পরেছেন। তবে এ ব্যাপারে উপজেলা কৃষি বিভাগের কাছে যেমন সঠিক কোন তথ্য নেই, তেমন নেই কোন মাথা ব্যথা। ক্ষতিগ্রস্থ চাষীরা জানান, উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা থেকে ভদ্রপাড়া পর্যন্ত প্রায় ৩ কি.মি খাল দীর্ঘদিন যাবৎ খনন না করায় তা ভরাট হয়ে যায়। এর ফলে চলতি বছর গৈলা গ্রামের ইরি ব্ল¬ক ম্যানেজার সিরাজ সরদার, শুকলাল মন্ডলের ব্ল¬কের প্রায় ১শ’ একর জমির ইরি-বোরো চাষাবাদ বন্ধ হয়ে গেছে। এর সাথে চলতি মৌসুমে একই এলাকার আরেক ব্ল¬ক ম্যানেজার সেলিম সরদারেরও ইরি ব্ল¬কটি পানির অভাবে সব জমি চাষাবাদ করতে পারেনি। শ্যালো ও পুকুরের পানি দিয়ে কিছু জমি চাষাবাদ করছে। ওই ব্লকের প্রায় ৪০ একর জমি চাষাবাদ বন্ধ রয়েছে। এছাড়াও আশপাশের ব্ল¬কগুলোতেও সেচ সংকট তীব্র আকার ধারণ করেছে। ওই এলাকার আবু সায়েদ, বাবুল সরদার ও জসিম সরদারেরও ব্লকের পানির প্রায় ১শ’ একর জমি চাষাবাদ বন্ধের রয়েছে। ফলে ওই সকল ব্ল¬কের দুই শতাধিক চাষিরা তাদের জমিতে কোন ফসল ফলাতে না পারায় তাদের পরিবার সদস্যদের সারাবছরের খাদ্য সংকট নিয়ে চরম সমস্যায় পরতে হচ্ছে। শিশু-কিশোরেরা শুকিয়ে যাওয়া খালে এখন মাছ ধরছে। এ কারণে উপজেলা কৃষি অফিসের উৎপাদনের লক্ষ্যমাত্রা দরে রাখা সম্ভব নয়। উপজেলার প্রায় সব খালে এখন পানি নেই।
গৈলা ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাফর ইকবাল খালে পানি সংকটের সত্যতা স্বীকার করে জানান, পলি পরে খাল ভরাট হয়ে গেছে। যে কারণে পানি সংকট দেখা দিচ্ছে। তার আওতায় শুধু মাত্র ৭ হেক্টরের জমির চাষাবাদ বন্ধ রয়েছে।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, খালে ইরি-বোরো চাষাবাদের সময় খালে বাঁধ দেয়া হয়েছিল তা কেটে দেয়া হয়েছে। পলি পরে খাল ভরাট হয়ে গেছে। খাল কাটা প্রয়োজন বলে তিনি জানান। পানির অভাবে ওই এলাকা প্রায় ১৫০ একর জমিতে চলতি ইরি-বোরো চাষ হচ্ছেনা।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান