• মার্চ ২৭, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

আগৈলঝাড়ায় পুত্রবধূর দায়ের করা মামলায় শ্বশুর গ্রেফতার

আগৈলঝাড়ায় পুত্রবধূর দায়ের করা মামলায় শ্বশুর গ্রেফতার

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় পুত্রবধূর দায়ের করা ধর্ষণ চেষ্টা মামলায় শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওসি (তদন্ত) তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার পশ্চিম খাজুরিয়া গ্রামের খলিল হাওলাদারের মেয়ে হালিমা বেগম (২১) এর সাথে উজিরপুর উপজেলার রাজাপুর গ্রামের ৪নং ওয়ার্ডের মৃত দলিল উদ্দিন বেপারীর ছেলে নুরুল ইসলাম বেপারী ওরফে নাজিমের বুদ্ধি প্রতিবন্ধী ছেলে সোহাগ বেপারীর সাথে সাত মাস আগে বিয়ে হয়। সোমবার পুত্রবধূর বাপের বাড়ি পশ্চিম খাজুরিয়া গ্রামে বেড়াতে আসেন শ্বশুর নুরুল ইসলাম ওরফে নাজিম (৫৫)। ওই দিন রাত আটটার দিকে পুত্রবধূ হালিমাকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় শ্বশুর নুরুল ইসলাম। স্থানীয় ইউপি সদস্য ইউনুস মিয়া বলেন, হালিমার শ্বশুর নুরুল ইসলাম তার প্রতিবন্ধী ছেলে সোহাগকে তালাক দিয়ে তার সাথে বিয়ের ব্যবস্থা করতে স্থানীয় কাজীকে ডেকে আনেন। কাজী নুর হোসেন ছেলেকে তালাক দিয়ে হালিমার সাথে শ্বশুর নুরুল ইসলামের বিয়ে পড়াতে অস্বীকার করে।

পুত্রবধূ হালিমা বেগম বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার সকালে মামলা দায়ের করে। মামলা নং- ১ (০৫/০২/২০১৯)। ওই রাতেই শ্বশুর নূরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওসি তদন্ত নকিব আকরাম তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *