স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় থানা পুলিশ শ্বশুড়কে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত শ্বশুর নুরুল ইসলাম ওরফে নাজিমকে (৫৫) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার পশ্চিম খাজুরিয়া গ্রামের।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, পশ্চিম খাজুরিয়া গ্রামের খলিল হাওলাদারের কন্যা হালিমা বেগমের (২১) সাথে পাশ্ববর্তী উজিরপুর উপজেলার রাজাপুর গ্রামের নুরুল ইসলাম হোসেন ওরফে নাজিমের বুদ্ধিপ্রতিবন্ধী পুত্র সোহাগ বেপারীর সাথে সাত মাস আগে বিয়ে হয়। সোমবার সন্ধ্যায় পুত্রবধুর বাবার বাড়ি পশ্চিম খাজুরিয়া গ্রামে বেড়াতে আসেন শ্বশুর নুরুল ইসলাম ওরফে নাজিম। ওইদিন রাত আটটার দিকে পুত্রবধূ হালিমাকে ঘরে একা পেয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায় শ্বশুর নুরুল ইসলাম। এসময় গৃহবধূর ডাকচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে নুরুল ইসলামকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। এ ঘটনায় হালিমা বেগম বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করেছেন।
