• মে ৩০, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

বরিশালে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

বরিশালে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : সারাদেশের সাথে একযোগে শনিবার সকাল ১০ টায় বরিশালেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ১ হাজার ৪২৮টি স্কুল থেকে ১ লাখ ৭ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
শিক্ষা বোর্ডের তথ্যে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৪১ জন ছাত্র ও ৫৪ হাজার ৫৩৪ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ৮৬ হাজার ৮১৯জন এবং অনিয়মিত ২০ হাজার ৬১২ জন পরীক্ষার্থী। এছাড়া জিপিএ উন্নয়নে পরীক্ষা দিচ্ছে আরও ১৪৪জন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থীরা বিভাগের ছয় জেলায় মোট ১৭৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
জেলা অনুযায়ী বরিশাল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ২১০জন। এরমধ্যে ছাত্র ১৭ হাজার ১০৭ ও ছাত্রী ১৯ হাজার ১০৩ জন। কেন্দ্র সংখ্যা ৬২টি। ঝালকাঠি জেলায় ১০ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থী। পিরোজপুর জেলায় ১৩ হাজার ২০৫ জন। পটুয়াখালী জেলায় ২০ হাজার ১৭১ জন। বরগুনা জেলায় ১১ হাজার ২৭৩ জন এবং ভোলা জেলায় ১৫ হাজার ৭৮০ জন পরীক্ষার্থী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *