• মে ৩০, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে জয়ন্তী নদীতে নিখোঁজ জাহাজ মালিকের লাশ উদ্ধার

বরিশালে জয়ন্তী নদীতে নিখোঁজ জাহাজ মালিকের লাশ উদ্ধার

রফিকুল ইসলাম রনি, বরিশাল:- জেলেদের মারধরের একপর্যায়ে আত্মরক্ষায় জেলার মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের দুইদিন পর কার্গো মালিক সিডু খানের (৩০) লাশ বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার চরকালেখান ইউনিয়নের মৃধারহাট-ভেদুরিয়া খেয়াঘাট সংলগ্ন জয়ন্তী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সিডু খান চাঁদপুরের মতলবের সিকিরচর গ্রামের মৃত রুস্তুম আলী খানের পুত্র।
পুলিশ জানায়, সোমবার রাত আটটার দিকে জয়ন্তী নদীতে জেলেদের মারধরের একপর্যায়ে আত্মরক্ষায় জয়ন্তী নদীতে ঝাঁপ দিয়েছিলেন সিডু খান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সূত্রমতে, মুলাদীর ভেদুরিয়া গ্রামের জেলে মোস্তফা মুন্সী, আরিফ মুন্সী, আল-আমিন মুন্সী মাছ ধরার জন্য সোমবার রাতে জয়ন্তী নদীতে জাল ফেলেন। সিলেট থেকে বালু নিয়ে মাদারীপুর যাচ্ছিল সিডু খানের কার্গোটি। রাত আটটার দিকে জয়ন্তী নদী অতিক্রমের সময় ওইসব জেলেদের পাতা জাল কার্গোর পাখায় আটকে ছিঁড়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে জেলেরা লাঠিসোঁটা নিয়ে কার্গোতে গিয়ে মালিক সিডু খানসহ অন্যান্য শ্রমিকদের মারধর করে। এসময় আত্মরক্ষায় সিডু খান নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।
মুলাদী থানার ওসি (তদন্ত) সাঈদ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *