• এপ্রিল ১, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে পার্চিং উৎসব পালন

বরিশালে পার্চিং উৎসব পালন

স্টাফ রিপোর্টার, বরিশাল:- বোরো ফসলে কৃষি প্রযুক্তি সম্প্রসারনের লক্ষে জেলার গৌরনদী উপজেলায় পার্চিং উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু করে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বেজহার কৃষি প্রদশর্ণী মাঠে শেষ হয়। র‌্যালী শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হরিদাস শিকারী। বিশেষ অতিথি ছিলেন কৃষি প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ অদুদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান। বক্তব্য রাখেন কৃষি উপ-সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, আ.ম ফখরুল আলম, রোমানা আফরোজ, মঈন কবির প্রমুখ। শেষে কর্মকর্তারা বিভিন্ন কৃষি প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *