বখাটে স্কুল ছাত্র রায়হানের মটর সাইকেলে পিষ্ট হয়ে জীবন হারালো স্কুল ছাত্রী সাইফা।
কে.এম. শোহেব জুয়েল: জেলার বাবুগঞ্জে বখাটে স্কুল ছাত্র রায়হানের বেপোয়ারা মটর সাইকেল চালানোর দায়ে জীবন দিতে হল সাইফা নামের এক শিশু শ্রেনীর স্কুল ছাত্রীর। এ নিয়ে ওই এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভ লক্ষ্য করা গেছে। ঘটনাটি ঘটছে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের কিচমত ঠাকুর মল্লিক গ্রামে। জানাগেছে বরিশাল শিক্ষা ও প্রকৌশলী অধিদপ্তরের কর্মচারি আবুল খায়ের নান্নার কন্যা আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রী সাইফা। একই ইউনিয়নের পাশ্ববর্তী চরউত্তর ভুতের দিয়া গ্রামে খালা বাড়ি বেড়াতে যায় সাইফা। ২৭ জানুয়ারি ২০১৯ ইং রবি বার সকাল আনুমানিক ১১.৩০ মিঃ এর সময় সাইফা খালা বাড়ির নিকটস্ত রাস্তায় বের হলে পাশ্ববর্তী গৌরনদী থানার শাহাজিরা গ্রামের আবদুল রহিম হাওলাদারে বখাটে পুত্র আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র রায়হান বেপোয়ারা গাড়ি চালিয়ে সাইফাকে মারাত্তক ভাবে আহত করে পালিয়ে যাওয়ার কথা একাধিক সুত্র নিশ্চিত করেছেন। আহত সাইফাকে স্হানিয়রা উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শিশু সাইফার অবস্হা আশংখা জনক দেখা দিলে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়। ঢাকায় রওয়ানার পথি মধ্যে মাদারি পুর নামক স্হানে সাইফা শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে। এ বিষয় সাইফার পিতা নান্নার কাছে ঘাতকের বিরুদ্ধে মামলা দায়ের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এ বিষয় এখন পর্যন্ত কোন সিদ্বান্ত নেয়া হয় নাই। তবে পরে সিদ্বান্ত নিবে। সাইফার জানাযার নামাজ আজ সকাল নয় টায় নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। অবশেষে পারিবারিক কবরস্হানে তার দাফনের কাজ সম্পন্ন করা হয়েছে।