• মার্চ ২৩, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

শর্টফিল্মে শানু

শর্টফিল্মে শানু

দীর্ঘদিন পর আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন লাক্স তারকা শানারেই দেবী শানু। গত বছরের শেষদিকে তার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিস্টার বাংলাদেশ’ মুক্তি পায়।

এবার একটি শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। নাম ‘কুড়িয়ে পাওয়া সুখ’।

সামসুল হকের রচনায় এটি পরিচালনা করেছেন সোয়েব আহমেদ। ছবিটি বিদেশি উৎসবগুলোতে প্রদর্শিত হবে বলে পরিচালক জানিয়েছেন।

এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘মজার গল্প এটি। সন্তান জন্মদানের কষ্ট তো থাকেই। সেসঙ্গে সন্তানের আবদার পূরণ না করতে পারলে মায়ের কত যে কষ্ট তা হয়তো কেউ জানেন না। এ বিষয়টি গল্পে দেখানো হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *