• জুন ৮, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

নাট্যোৎসব।। মুহাম্মদ সাঈদ

নাট্যোৎসব।। মুহাম্মদ সাঈদ

নাট্যোৎসব।। মুহাম্মদ সাঈদ

পূর্বাপর না ভেবেই এ শহর পর করে গেলে সাবালিকা-

বন্দরে ভিড়েছে ষ্টিমার;

ছাদ বাগান জুড়ে গোলাপ, চন্দ্রমল্লিকা!

সরোবরে লালপদ্ম,উদ্যানে সবুজ দুর্বাঘাস।

থিয়েটার চলছে নাট্যোৎসব,ষ্টেডিয়ামে আতশবাজি-

প্রশস্ত রাস্তাজুড়ে চারুশিল্পীর নিখুঁত কারুকাজ-

পুষ্পমুকুট শোভিত সুন্দরীরা সাদাশাড়ি লালপাড়ে

সেজেছে অপ্সরী আজ!

শিহরন ছড়িয়েছে শহরতলী থেকে পাড়া মহল্লায়-

বিপনীবিতান,চেইনশপ,কফিহাউজ,সুপারমলে!

অজস্র নীল জোনাকির মত-জ্বলছে মিটমিটে আলো,

শার্সি উড়ছে জানালায়!

সাবালিকা হয়ত ভাবছো-এ শহর তোমার জন্য নয়

পুরাতন ইতিহাস খুলে,দেখছো সরল আখ্যান!

দিবাচক্র আর রাতের আহবানে হেটে গেছে

ভিন শহরের ডাকে তোমার মত কতজন!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *