• জুন ৮, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

আমায় কি লিখে দিবে কিছু ।। মুহাম্মদ সাঈদ

আমায় কি লিখে দিবে কিছু ।।  মুহাম্মদ সাঈদ
আমায় কি লিখে দিবে কিছু ।।  মুহাম্মদ সাঈদ
আমায় কি লিখে দিবে কিছু;
কাগজের ভাজে কালির অক্ষরে- মন ভরেনা ইথারে জড়ানো কথায়,
ইমো, হোয়াটসআপ, ভাইবার ম্যাসেঞ্জারে-
প্রতীক্ষায় আছি বান্ধবহীন এই বিষাদ শহরে!
হাতের কারুকাজে লিখে দিবে নাকি আত্মকথন
আমার থাকা না থাকা;
একান্ত জরুরী  প্রয়োজন
বিবিধ উপমায় মনের নির্জন সাক্ষরে-
তুলে নিবে নাকি তোমার বর্তমান গহীনের পথ ধরে!
লিখে দিবে নাকি সূর্যের উপবাস-
চাদের লুকোচুরি; নক্ষত্ররাজির নির্ভরতা,
বহু আহবান অশরীরী
বিনীত শব্দের আয়োজনে পরানের গোপন কুঠরে-
যে কথা জমা রেখেছো বত্রিশ বছরে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *