• এপ্রিল ১, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

অবশেষে হিংস্র দালালদের হাত থেকে মুক্তি পেতে যাচ্ছে মিরগঞ্জ ফেরীঘাট ও মুলাদী বন্দর লঞ্চঘাট।

অবশেষে হিংস্র দালালদের হাত থেকে মুক্তি পেতে যাচ্ছে মিরগঞ্জ ফেরীঘাট ও মুলাদী বন্দর লঞ্চঘাট।

নিজস্ব প্রতিবেদক:- বরিশালঃ অবশেষে হিংস্র দালালদের হাত থেকে মুক্ত পেতে যাচ্ছে মিরগঞ্জ ফেরীঘাট ও মুলাদী বন্দর লঞ্চঘাট। আজ সকাল ০৮ টায় মিরগঞ্জ ফেরীঘাট থেকে সংবাদের নিশ্চয়তা পাওয়া যায়। সংবাদটি যাচাই করার জন্য পাশ্ববর্তী দোকানে ও ট্রলার চালকদের সাথে আলোচনা করা হলে একই সংবাদের সত্যতা মেলে। তারা জানান বর্তমান সংসদ সদস্য জনাব গোলাম কিবরিয়া টিপু’র নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মিরগঞ্জ ফেরীঘাটে কোন টেবিল বসবে না, নদি পারাপারের জন্য প্রয়োজন মাত্র ৫ টাকা এবং কোন নির্ধারিত ট্রলার থাকবে না। ২০ জন যাত্রী নিয়ে প্রতি ট্রলার ছেড়ে যাবে, এতে আমাকে জনগণ ভোট। তার প্রতিশ্রুতি অনুযায়ি আগামী ১লা বৈশাখ থেকে এই প্রতিশ্রুতি কার্যকর হবে বলে জানান। অপরদিকে, ইতিমধ্যে মুলাদী পৌরসভার মাননীয় মেয়র জনাব শফিক উজ্ জামান রুবেল মুলাদী বন্দর লঞ্চঘাটকে দালালমুক্ত করেছেন এবং তিনি বলেন, মুলাদী টু ঢাকা লঞ্চের কেবিন নিয়ন্ত্রন করবে লঞ্চ কর্তৃপক্ষ।কেবিন থাকলে ছোট,বড়,গরিব,ধনি সবাই পাবে,কোনরকম বৈশম্য থাকবে না এবং কোন দালালকে আর লঞ্চঘাটে যেতে দেয়া হবে না। সে অনুযায়ী বর্তমানে মুলাদী টু ঢাকা লঞ্চের কেবিন নিয়ন্ত্রন হচ্ছে বলে জানা যায়। মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ বাসির পক্ষ্য থেকে এই দুই মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের এই উদ্যোগের জন্য দল,মত,নির্বিশেষে সবার মনের মনিকোঠায় আপনাদের স্থান চিরদিন থাকবে।মুলত এটি মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ বাসির প্রানের দাবী ছিল।

বি:দ্র: কৃতজ্ঞতা স্বরুপ আমরা বেশি বেশি শেয়ার করি এবং পরবর্তীতে পূনরায় এম.পি হওয়ার আশাবাদ জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *